চির সবুজের মাঝে বৈরান নদীর তীরে প্রকৃতির এক উন্মুক্ত অঙ্গনে প্রাচীন ঐতিহ্য একমাত্র কালের সাক্ষী ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয় সূতী ভি.এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।বর্তমান যুগ কম্পিউটার ও তথ্য প্রযুক্তির যুগ। নতুন বিশ্বায়নের যুগে প্রত্যেকটি মানুষের মনে আশা জাগায় বিজ্ঞানের যাদুর স্পর্শে সবকিছুর ক্রমবর্ধমান গতি। এই সৃষ্টিশীল গতি আলো ছড়াচ্ছে শিক্ষা ব্যবস্থায়। তাই পাঠ্যক্রম, পাঠ্যসূচী, পরীক্ষার পদ্ধতি, এমন কি উত্তরদানের কৌশলেও আমরা চেষ্ঠা করি আপনার সন্তানকে সৃজলশীল শিক্ষা কারিকুলাম ও আধুনিক প্রযুক্তি নির্ভরযোগ্য করে গড়ে তোলা। এই মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়নে সকল শিক্ষকমন্ডলীর অক্লান্ত মেধা ও শ্রমে আজ আমাদের বিদ্যালয় সাফল্যের শীর্ষে। উক্ত বিদ্যালয়টি তার জন্মের উষালগ্ন থেকে অভিজ্ঞ ব্যবস্থাপকের সুষ্ঠ, সুন্দর ব্যবস্থাপনায়, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও গোপালপুরবাসীর আন্তরিক সহযোগিতায় হাটি হাটি পা পা করে সাফল্যের সিড়ি বেয়ে ক্রমশঃ উন্নতির দিকে পা বাড়াচ্ছে। এই সাফল্যের অগ্রযাত্রাকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে অভিভাবক মন্ডলীর সহযোগিতা আশা করি।
মোঃ আব্দুল লতিফ
প্রধান শিক্ষক
সূতি ভি.এম.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়